ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী ঘোড়া মালিক সমিতির ত্রি-বার্ষিক সভা রবিবার বিকেল তিনটায় টি এন্ড টি মোড়ে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মতিবুল ইসলাম বুলু।
আলোচনায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতিবুল ইসলাম বুলু পুনরায় সভাপতি, ছামসুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় জাহিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও গোলাম মোস্তফাকে কণ্ঠভোটে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সভায় অন্যদের মধ্যে ছিলেন উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হোসেন, আব্দুল মজিদ, উত্তরবঙ্গের আলোচিত ঘোর সওয়ারি কিশোরি ঘোড় দৌড়বিদ তাসমিনা, বাবুল হোসেন, মজিবর রহমান, গোলজার হোসেন, কামরুজ্জামান, দুখু মিয়া, ফজলুর রহমান, ধিরেন চন্দ্র রায়, ওবায়দুল হোসেন।
ধামইরহাটে ঘোড়া মালিক সমিতির কমিটি গঠন
ফেব্রুয়ারি ০৮
০৫:১৬
২০২১