চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আলজাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বিরোধী প্রচারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কল্যাণপুর ফকল্যান মোড় যুবসংঘ আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, শিল্প ও বাণিজ্য সম্পাদক শামসুদ্দিন হাজী বাবলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটু।
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা তবজুল ইসলাম, শহর যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, পৌর আওয়ামী লীগ সদস্য মেহেদুল ইসলাম। পৌর কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রঞ্জু, পবা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহনাজ মুক্তা, কল্যাণপুর ফকল্যান মোড় যুব সংঘের আহবায়ক সনিসহ শতাধিক মানুুষ।
সমাবেশে বক্তারা বলেন, আলজাজিরা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করছে, যা বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র। বাংলার মানুষ এ ষড়যন্ত্র প্রতিহত করবে।
আলজাজিরায় প্রচারিত সংবাদের প্রতিবাদে চাঁ’নবাবগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন
ফেব্রুয়ারি ০৮
০৫:১৬
২০২১