স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি’র হকি অনুর্ধ্ব-১৮ টুর্নামেন্টে অংশগ্রহনকারী রাজশাহী জেলা দলের দুই খেলোয়াড়কে বর্ষা খাতুন মারিয়া ও মাহফুজা খাতুন রিপা। টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় যাতায়াতের খরচ, ক্রীড়ার সামগ্রী সঙ্কটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রাজশাহী মহানগর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের কাছে। তাৎক্ষণিক তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন ডাবলু সরকার।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগ কার্যালয়ে তাদেরকে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী কামাল, উপদেষ্টামন্ডলীর সদস্য ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সদস্য ইসমাইল হোসেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
দুই নারী হকি খেলোয়াড়কে ডাবলুর আর্থিক সহায়তা
ফেব্রুয়ারি ০৮
০৫:১৫
২০২১