স্টাফ রিপোর্টার: নওহাটা পৌর নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের কাছে এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার পরিবর্তনের অভিযোগ করেছেন মেয়র প্রার্থী আব্দুল বারী খান।
তিনি অভিযোগে বলেন, সহকারি রিটার্নিং অফিসার নওহাটা পৌর নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার এর তালিকা প্রস্তুত করেন। কিন্তু পছন্দের লোক না হওয়ায় ইউএনওকে চাপ প্রয়োগ করে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার এর তালিকা পরিবর্তন করা হয়। এতে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্থ হবে। তিনি জেলা প্রশাসকের কাছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেবার জন্য অনুরোধ করেন।
নওহাটা পৌর নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসার পরিবর্তনের অভিযোগ মেয়র প্রার্থীর
ফেব্রুয়ারি ০৮
০৫:১৫
২০২১