স্টাফ রিপোর্টার: আসন্ন নওহাটা পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র ঝুকিমুক্ত রাখতে ১৯টি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) আব্দুল বারী খান।
জেলা প্রশাসক বরাবরে দেয়া আবেদনে তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি নওহাটা পৌরসভা নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সন্ত্রাসী বাহিনী দ্বারা ভয়ভীতি প্রদর্শন ও কেন্দ্র দখলের হুমকী দিচ্ছে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ও তারা ভোট কেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করছে। এমতাবস্থায় অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের লক্ষে তিনি নওহাটার প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
নওহাটার ১৯টি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট চাইলেন মেয়র প্রার্থী বারী খান
Spread the love
ফেব্রুয়ারি ০৭
০৪:০১
২০২১