স্পোর্টস ডেস্ক: ভারতকে তাদের মাটিতেই নাকানিচুবানি খাওয়াচ্ছে ইংল্যান্ড। দুই দিনেও জো রুটের দলকে অলআউট করতে পারেননি বিরাট কোহলিরা। অধিনায়ক রুট নিজে তার শততম ম্যাচ খেলতে নেমে ডাবল হাঁকিয়ে গড়েছেন ইতিহাস।
চেন্নাইয়ে গতকাল শুক্রবার থেকে শুরু হয় চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। শনিবার দ্বিতীয় দিন শেষে টস জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রান। প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ২৬৩ রানের পর আজ বাকি রান করে ৫ উইকেট হারিয়ে।
ডম বেস ২৮ ও জ্যাক লিচ ৬ রানে ক্রিজে আছেন। সর্বোচ্চ ৩৭৭ বলে ২১৮ রান করেন রুট। তিনি ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি তার শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৯টি চার ও ২টি ছয়ের মারে।
এ ছাড়া ৮৭ রান আসে ওপেনার ডম সিবলির ব্যাট থেকে। ৮২ রান করেন বেন স্টোকস। ওলি পোপ ৩৪ ও জস বাটলার আউট হন ৩০ রান করে। ভারতের হয়ে বোলিং করেছেন ওপেনার রোহিত শর্মাও। তিনি ২ ওভার বোলিং করে ৭ রান দেন। ২টি করে উইকেট নিয়েছেন যসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, শাহবাজ নাদিম ও রবিচন্দ্রন অশ্বিন।
দুই দিনেও ইংল্যান্ডকে অলআউট করতে পারেনি ভারত
ফেব্রুয়ারি ০৭
০৩:৫৮
২০২১