স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের পরও ২০০ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরও এমন লিড দিতে পারে বাবর আজমের দল।
রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১২৯ রান। এগিয়ে থেকে ব্যাটিং করতে নেমে ৭৬ রান না হতেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দিনের খেলা শেষ হওয়ার আগে আরও একটি উইকেট হারায় তারা। তবুও দিনশেষে সুবিধাজনক অবস্থায় পাকিস্তান।
উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ২৮ ও হাসান আলী ০ রানে ক্রিজে আছেন। দুই ওপেনার ফেরেন ২৮ রানের মধ্যে। সর্বোচ্চ ৩৩ রান আসে আজহার আলীর ব্যাট থেকে। ২৯ রান করেন ফাহিম আশরাফ। অধিনায়ক বাবর আজম করেন মাত্র ৮ রান। জর্জ লিন্ডে নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি উইকেট নেন কেশব মহারাজ।
এর আগে প্রথম ইনিংসে খুব বেশি একটা লিড দেয়নি পাকিস্তান। বাবর-ফাহিমের ব্যাটে ভর করে ২৭২ রানে গুটিয়ে যায় দেশটি। এই রানের জবাবে খেলতে নেমে হাসান আলীর বোলিং তোপে ২০১ রানে অলআউট হয়ে যান ডি ককরা। সর্বোচ্চ ৫ উইকেট নেন হাসান আলী।
ব্যাটিং ধসের পরও পাকিস্তানের লিড ২০০
ফেব্রুয়ারি ০৭
০৩:৫৭
২০২১