স্টাফ রিপোর্টার: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) রাজশাহী জেলা শাখার উদ্যোগে শীতার্ত অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মুজিববর্ষে আইডিইবি’র সুবর্ণ জয়ন্তীতে বছরব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার সকালে আইডিইবি ভবনে রাজশাহী জেনিক আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মো. আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
বিশেষ অতিথি ছিলেন জেনিক আইডিইবি ঢাকার স্ট্যাডি এন্ড রিসার্স সেলের কো-চেয়ারম্যান প্রকৌশলী তাজুল ইসলাম, ঢাকা জেনিক আইডিইবি’র উপদেষ্টা প্রকৌশলী নওশের আলী, জেনিক আইডিইবি রাজশাহী অঞ্চল সহসভাপতি কবির উদ্দিন ও রাজশাহী সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেনিক আইডিইবি’র সাধারণ সম্পাদক হোসেন শাহীদ সোহরাওয়ার্দী। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীগণের নিপুন ও যুৎসই কাজের জন্যই দেশ আজ এগিয়ে চলেছে। মুজিববর্ষ উপলক্ষে আইডিইবি’র বছরব্যাপি মানবিক কর্মসূচি প্রসংশার দাবি রাখে।
আইডিইবি রাজশাহী জেলা শাখার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফেব্রুয়ারি ০৭
০৩:৫৭
২০২১