স্টাফ রিপোর্টার : আগামী ২৮ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলার উপ-নির্বাচনে ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আশরাফুল হক তোতাকে জয়ী করতে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দলের হড়গ্রাম ইউনিয়ন কমিটির উদ্যোগে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির হড়গ্রাম ইউনিয়ন কমিটির সভাপতি বজলুর রহমান।
কর্মিসভায় বক্তারা বলেন, পূর্বের তূলনায় রাজশাহী জেলা ও মহানগরে পার্টির সাংগঠনিক ভীত অনেক মজবুত। জনগণের দাবি নিয়ে আন্দোলন সংগ্রামের থাকার কারণে পার্টির প্রতি মানুষের আস্থাও বেড়েছে। রাজনৈতিক সক্রিয়তার কারণে গড়ে ওঠা এই আস্থাকে নির্বাচনে কাজে লাগাতে হবে। পার্টির প্রতি মানুষের যে প্রত্যাশা, সেটি বাস্তবায়ন করার জন্য পার্টির প্রার্থীর বিজয় নিশ্চিত করার কোন বিকল্প নেই।
এসময় স্থানীয় নেতাকর্মীদের উপজেলার প্রতিটি পাড়া-গ্রামে সাংগঠনিকভাবে কাজ করার নির্দেশ দেন ওয়ার্কার্স পার্টির জেলা ও মহানগরের নেতারা। এছাড়াও পার্টির নির্বাচনি বার্তা সাধারণ জনগণের মাঝে তুলে ধরে আশরাফুল হক তোতার বিজয় নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
কর্মিসভায় বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আশরাফুল হক তোতা।
পার্টির হড়গ্রাম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য রাখেন- মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, যুবনেতা রবিন, সাদেক মন্ডল, আইয়ুব আলী।
পবায় উপ-নির্বাচন উপলক্ষে ওয়ার্কার্স পার্টির কর্মিসভা
ফেব্রুয়ারি ০৭
০৩:৫৫
২০২১