মান্দা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে মিথ্যা, সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলায় দু’বছর কারাদন্ড প্রদান করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নওগাঁর মান্দা উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মিরা। দেশব্যাপী জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে শনিবার বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।
মান্দা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নওগাঁ জেলা আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে, ছাত্রদলনেতা আল্ মামুন, শহিদুজ্জামান সালেক, তালহা জোবায়ের, মোহাইমেনুল শামিম, তাহমিদ অর্ণব চৌধুরী, রিসালাত-ই-সাজিদ, লিটন হোসেন, খাইরুল ইসলাম রাজু।
মান্দায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
ফেব্রুয়ারি ০৭
০৩:৫৫
২০২১