সিংড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই বছরের বিনাশ্রম কারাদন্ডের প্রতিবাদে নাটোরের সিংড়ায় শনিবার বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করে। পরে পৌর বিএনপির কার্যালয়ের সামনে পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী তায়জুল ইসলাম, যুগ্ম-আহবায়ক, আব্দুল্লাহ আল কাফি, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, উপজেলা ছাত্রদল আহবায়ক শাহাদৎ হোসেন মিন্টু, সদস্য সচিব আমিরুল ইসলাম ও পৌর ছাত্রদল আহবায়ক মুক্তার হোসেন সরকারের কঠোর সমলোচনা করে বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে দায়ের করা মানহানি মামলায় গত ৪ ফেব্রয়ারি নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২এর বিচারক আমাতুল মোর্শেদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয় আদালত।
সিংড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ফেব্রুয়ারি ০৭
০৩:৫৪
২০২১