স্টাফ রিপোর্টার : রাজশাহীতে করোনা ভ্যাকসিনের প্রয়োগ সুষ্ঠুভাবে করতে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। বৃহস্পতিবার রাজশাহী সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আলোচনায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ।
এদিকে, রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৯ জন নতুন করোনা রোগি শনাক্ত হয়েছেন। বুধবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার বিভাগের রাজশাহীতে তিনজন, নাটোরে দুইজন, বগুড়ায় আটজন, সিরাজগঞ্জে পাঁচজন এবং পাবনায় একজন নতুন রোগি শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ৩৩ জন করোনা রোগি সুস্থ হয়েছেন।
এর মধ্যে ১৮ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর নয়জন, নওগাঁর একজন এবং নাটোরের পাঁচজন সুস্থ হয়েছেন। বুধবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩২০ জন। এদের মধ্যে ২৩ হাজার ৬৬১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৬১ জন কোভিড-১৯ রোগি।
রাজশাহীতে ১৯ রোগি শনাক্ত করোনার টিকা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
Spread the love
ফেব্রুয়ারি ০৫
০৬:০৬
২০২১