স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৪৩ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকা ও ঋণ খেলাপির দায়ে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা। এছাড়া মেয়র পদে ৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন, বিএনপি সমর্থিত জার্জিস হোসেন সোহেল, জাতীয় পার্টির হুমায়ন কবীর এবং স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সান্টুর মনোনয়পত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মহসীন মৃধা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে পৌরসভা নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে পৌরসভার ১নং দেবীপুর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মাহাতাব আলী ঋণ খেলাপীর দায়ে এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জলিদা বেগমের মনোনয়ন পত্রে স্বাক্ষর না থাকায় তাদের প্রার্থীতা প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে।
বাঁকী ৪১ জন পুরুষ ও নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে প্রাথমিক ভাবে ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক ভাবে বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
দুর্গাপুরে কাউন্সিলর পদে দুইজনের মনোনয়নপত্র বাতিল
Spread the love
ফেব্রুয়ারি ০৫
০৫:৫৭
২০২১