গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর কাটার দায়ে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে রহনপুর ইউনিয়নের হিরুপাড়া চাঁদপুর এলাকায় পুকুর কাটার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির এ জরিমানা করেন।
তিনি জানান, রহনপুর পৌর বড় বাজার এলাকার মৃত বিদ্যাভূষণের ছেলে বিভুতিভূষণ পাল ও তার চাচাতো ভাই বিজয়কুমার পালের ছেলে ঝংকার কুমার পাল রহনপুর ইউনিয়নের হিরুপাড়া চাঁদপুর এলাকায় কৃষি জমিতে স্কেবেটার মেশিন দিয়ে পুকুর খনন করছিল। অবৈধ ভাবে পুকুর খনন করার অপরাধে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির জানান।
রহনপুরে অবৈধ পুকুর খননের দায়ে জরিমানা ৫০ হাজার টাকা
ফেব্রুয়ারি ০৪
০৪:৫৮
২০২১