Daily Sunshine

রাজশাহীতে করোনাকালীন কিন্ডারগার্টেন শিক্ষা ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে করোনাকালীন কিন্ডারগার্টেন শিক্ষা ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত চলে এই সভা। নগরীর আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম, প্রচার ও প্রকাশনা সচিব হুমায়ন কবির রিপন ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি, নীলফামারী জেলা শাখার সভাপতি ইমদাদুল হক। এছাড়াও সমিতিভূক্ত ১২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে স্বপন বলেন, করোনায় কওমী মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বাংলাদেশের করোনার অবস্থা এখন অনেক ভাল। প্রতিদিন এর সংখ্যা কমছে। জনজীবন স্বাভাবিক হচ্ছে। সরকার আগামী মাসেই হয়ত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবেন। সে সময়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট স্কুলে রুপান্তরিত করার আহ্বান জানান তিনি।
সেইসাথে শিক্ষার্থীদের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দিতে সরকার অনুমোদিত সকল পন্থা অনুসরণের জন্য উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পরামর্শ দেন তিনি। এছাড়াও বিকল্প উপায়ে অর্থনৈতিক প্লাটফরম গড়ে তেলার প্রতি দৃষ্টি আকর্ষন করেন সভাপতি।

ফেব্রুয়ারি ০৪
০৪:৫৬ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

স্টাফ রিপোর্টার ,রাবি: টুকিটাকি চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিরপরিচিত একটি চত্বর। প্রায় ৩৫ বছর আগে বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি চত্বরে ‘টুকিটাকি’ নামের ছোট্ট একটি দোকান চালু হয়। খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে মুখে টুকিটাকি নামটি ছড়িয়ে পড়ে। দোকানটি ভীষণ জনপ্রিয়তা পায়। ফলে সবার অজান্তেই একসময় লাইব্রেরি চত্বরটির নাম হয়ে যায়

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

আসছে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

আসছে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সানশাইন ডেস্ক : মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত (এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে চলতি মাসেই গণবিজ্ঞপ্তি জারি করতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৭ হাজার ৩৬০টি শূন্য পদের তালিকা

বিস্তারিত