স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা-পুত্রকে ধারালো অস্ত্র (চাইনিজ কুড়াল) দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজনেরা। আহত পিতা-পুত্রকে বাগমারা থানার পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মরুরীপাড়া গ্রামের আফছার আলী খামারুর সাথে একই গ্রামের মঞ্জুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মুঞ্জুর রহমান তার লোকজন নিয়ে আফছার আলীর জমিতে জোর পূর্বক দখল করে। খবর পেয়ে আফছার আলী ও তার ছেলে ইসরাফিল হোসেন জমিতে গেলে প্রতিপক্ষ মঞ্জুর রহমান তার লোকজনসহ ধারালো অস্ত্র হাসুয়া, চাইনিজ কুড়াল নিয়ে তাদের উপর হামলা চালায়।
হামলাকারীরা হাসুয়া ও চাইনিজ কুড়াল দিয়ে দুইজনকে কুপিয়ে কাঁদার মধ্যে ফেলে দেয়। মরে গেছে ভেবে হামলাকারীরা তাদেরকে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। মারা গেছে ভেবে এলাকার লোকজন বিষয়টি বাগমারা থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাগমারায় জমি নিয়ে বিরোধে পিতা-পুত্রকে কুপিয়ে জখম
ফেব্রুয়ারি ০৪
০৪:৫২
২০২১