স্টাফ রিপোর্টার, বাগমারা: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় মাড়িয়া ইউনিয়নের সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মনোয়ন প্রত্যাসী রেজাউল হক পুরাদুমে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গ্রামগঞ্জে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বুধবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে তাহেরপুর পৌসভা নির্বাচনে প্রচারনা চালাতে যান।
তাহেরপুর থেকে ফিরে মাড়িয়া ইউনিয়নের বিভিণ্ন গ্রামে প্রচারনা চালান। বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজ ইউনিয়নের বৈলসিংহ উচ্চ বিদ্যালয় মাঠে এক পথ সভায় যোগ দেন। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকার মনোনয়ন পত্যাসী রেজাউল হক, মাষ্টার নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আজাহার আলী, রফিকুল ইসলাম, ডাঃ শাহজাহান আলী, আবুল কাশেম, ইসলাম হোসেন, মুন্টু মিয়া, সৈয়দ আলী, আক্কাছ আলী, মাজেদুর রহমান, রহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক।
বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকার প্রার্থী হিসেবে রেজাউল হককে মনোনয়ন দেয়ার দাবী জানান। রেজাউল হক স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ছোট ভাই।
বাগমারায় চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের গণসংযোগ
ফেব্রুয়ারি ০৪
০৪:৫১
২০২১