গোদাগাড়ী প্রতিনিধি: যতই দিন ঘনিয়ে আসচ্ছে ততই জমে উঠেছে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচন। ১৪ ফেব্রুয়ারি এ পৌর সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বইছে আলোচনা সমালোচনার ঝড়। হিসাব নিকাশ কষছে সাধারণ ভোটাররা। কে হবে এ প্রথম শ্রেণির পৌর সভার পৌর মেয়র। কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সাধারন ভোটারদের মাঝে তেমন আলোচনা দেখ না গেলেও মেয়র প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠেছে।
এ পৌরসভায় মেয়র পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজউদ্দিন বিশ্বাস (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত দলীয় প্রার্থী গোলাম কিবরিয়া রুলু (ধানের শীষ প্রতিক ), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মনিরুল ইসলাম বাবু (নারিকেল গাছ প্রতিক) ও জামায়াতে ইসলামের সর্মথীত স্বতন্ত্র প্রার্থী ডক্টর ওবায়দুল্লাহ (জগ প্রতকি )।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র, কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা। প্রার্থীরা লিফলেট বিতরণ, পোস্টার সাঁটিয়ে, ব্যানার টানিয়ে, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে ও মাইকিংয়ের মাধ্যমে নির্বাচনি মাঠে চালিয়ে যাচ্ছে তাদের প্রচার প্রচারনা। প্রার্থী ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলাচ্ছেন জোর প্রচার-প্রচারণা। পাড়া-মহল্লার চায়ের দোকানও জমে উঠেছে নির্বাচনি আলোচনায়। সব মিলিয়ে সরগরম হয়ে উঠেছে গোদাগাড়ী পৌরসভার নির্বাচনি মাঠ।
এ পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন হবে। ভোটাররা প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দেওয়ার স্বাদ গ্রহণ করবেন। তবে, ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া নিয়ে সব বয়সের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা গেছে। আগ্রহের পাশাপাশি ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া কতটুকু নিরপেক্ষ হবে, তা নিয়েও শঙ্কা রয়েছে সাধারণ ভোটারদের মাঝে।
এদিকে, কাকনহাট ও মুন্ডমালা পৌরসভায় নির্বাচন সম্পুর্ণ হওয়ায় তার কিছুটা প্রভাব পড়েছে এ পৌর সভার নির্বাচনে। দুইটি পৌর সভার একটিতে আওয়ামী লীগের (নৌকা প্রতিক) ও অপরটিতে আওয়ামী লীগের বিদ্রেহী ( জগ প্রতিক) প্রার্থী জয় লাভ করেছে। জনশ্রুতি রয়েছে এ দুই প্রার্থী আওয়ামী লীগের সেভেন স্টার গ্রুপের।
গোদাগাড়ী তানোরে আওয়ামী লীগের দুটি গ্রুপ থাকায় তারও প্রভাব পড়ছে গোদাগাড়ী পৌরসভার নির্বাচনে। আওয়ামী লীগের দলিয় গ্রুপিং থাকায় পালটিয়ে যাচ্ছে এ পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ছক।
আপরদিকে বিএনপির একক প্রার্থী থাকায় নির্বাচনি মাঠে বিএনপির প্রার্থীর পথ দিন দিন সুগম হচ্ছে। কোন প্রভাব পড়ছেনা বিএনপির মধ্যে।
রাজনৈতিক বিশ্লেষকরা দুইাট পৌর সভার নির্বাচন দেখে ও আওয়ামী লীগের গ্রুপিং এর কারণে এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের বিদ্রেহী প্রার্থী (নারিকেল গাছ প্রতিক ) সেভেন স্টার গ্রুপের হওয়ায় মনে করছেন গোদাগাড়ী পৌর সভায় বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতিক) ও আওয়ামী লীগের বিদ্রেহী প্রার্থী (নারিকেল গাছ প্রতিক ) এর মধ্যে লড়ায়ের সম্ভাবনা বেশী রয়েছে।
গোদাগাড়ী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ২৫৬ জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৩৮১ জন আর মহিলা ভোটার ১৫ হাজার ৮৭৫ জন।
চায়ের কাপে ভোটের ঝড়
ফেব্রুয়ারি ০৩
০৫:১৩
২০২১