স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের হয়বতপুরে ট্রাকের নিচে চাপা পড়ে আমির হোসেন (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। মঙ্গলবার সকালে নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের হয়বতপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শনসহ সড়ক অবরোধ করে। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখা হয়। এসময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘাতক ট্রাক আটকসহ স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। নিহত আমির হোসেন একজন দর্জি দোকানি ও ষোলঘর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দর্জি দোকানি আমির হোসেন হয়বতপুর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খপর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ সহ বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধদের অভিযোগ, সড়ক সংস্কারের অজুহাতে হাইওয়ে সড়কের হয়বতপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে এক লেনে যানবাহন চলাচল করছে। ফলে প্রায় এধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। দ্রুততম সময়ের মধ্যে দুই লেনে যানবাহন চলাচলের দাবীতে তারা সড়ক অবরোধ করেছে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এসআই রেজওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিক্ষুব্ধ এলাকাবাসী একলেনে যানবাহন চলাচলের প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ও নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম ঘটনাস্থলে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে সড়কটির দুই লেন চালুর আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, আগামী একমাসের মধ্যে হযবতপুর বাজার এলাকায় দুই লেনে যানবাহন চলাচলের সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর চাপায় ট্রাক্টরের চালক সুমন আলীর (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার রহনপুর পৌর এলাকার পিরাশন ভাটাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত সেলিম রেজা জানান, গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাট থেকে চালক সুমন ট্রাক্টরে মাটি নিয়ে ফেরার পথে নদীর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টর চালক সুমন মাটি ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলে মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নাটোর ও চাঁপাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেব্রুয়ারি ০৩
০৫:০৭
২০২১