স্টাফ রিপোর্টার: আসন্ন নওহাটা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজের নৌকার পক্ষে ভোটযুদ্ধে নামলেন বীর মুক্তিযোদ্ধারা।
এবারের নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত স্থানীয় মুক্তিযোদ্ধারা মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজ ও তার বিপুল সংখ্যক সমর্থকদের নিয়ে পৌরসভার ১ নং ওয়ার্ডের বাবুপাড়া, টিকটিকি পাড়া, হলদার পাড়া ও মহানন্দখালী এলাকায় গনসংযোগ করেন।
মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজের সাথে গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনির, মো. রাকিবুল ইসলাম রেকাত, নওহাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জেলা পরিষদের সদস্য শিউলি রানী, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মো. আব্দুর রব বাবু, পবা উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক সোহাগ, নওহাটা পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাজদার আলী, দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ, যুবলীগ নেতা মাসুদ, ছাত্রলীগ নেতা সাব্বির, মারুফ, ১ নং ওয়ার্ডের নৌকার কর্মী রাশেদুল ইসলাম সুমন, মান্নান সরকার, রিটু আলী, তাজিম আলী মিলন, সাহারিয়ার আল সোহান, রাব্বি, পিপুল, পলাশ,রাজিব, নয়ন সহ পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গসগঠনের নেতৃবৃন্দ।
নওহাটায় নৌকার প্রার্থী হাফিজের পক্ষে বীর মুক্তিযোদ্ধারা
ফেব্রুয়ারি ০৩
০৫:০৪
২০২১