Daily Sunshine

আমরা জেতার জন্য মাঠে নামবো: মুমিনুল

Share

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজে সফরকারী উইন্ডিজকে ‘বাংলাওয়াশ’ করার পর এবার শুরু হচ্ছে টেস্ট মিশন। আজ বুধবার সকালে ১১ মাস পর সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাটিতে ওয়ানডের মতো টেস্টেও জেতার জন্যই টিম টাইগারস মাঠে নামবে বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
ওয়ানডের মতো টেস্ট সিরিজটা এতটা সহজ হবে না, ক্যারিবীয় শিবির থেকে স্বাগতিকদের প্রতি এমন আভাস দেয়া হলেও তা হালে পানি পাচ্ছে না মুমিনুলের আত্মবিশ্বাসে। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের এই টেস্ট কাপ্তান জানিয়েছেন, ম্যাচের প্রতিটি সেশন সফল হয়ে মূল লক্ষ্যে পৌঁছুতে তার দল বদ্ধপরিকর।
মুমিনুল বলেন, ‘অবশ্যই মাঠে নামার সময় আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করি না। নিজেরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি। সেশন বাই সেশন সফল হওয়ার চেষ্টা করি। এক্ষেত্রেও তেমনটিই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
লম্বা বিরতির পর এ লঙ্গার ভার্সনে খেলার জন্য ক্রিকেটাররা কতটা ফিট- এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘প্রায় এক বছর পর আমরা মাঠে ফিরছি, এটা ঠিক। আমরা টেস্ট খেলিনি। তবে বোর্ড কিন্তু ভালো সুযোগ করে দিয়েছে। আমরা বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলেছি। দুটি টুর্নামেন্টিই ক্রিকেটারদের জন্য গুরত্বপূর্ণ ছিল।’
স্বাগতিক টেস্ট অধিনায়ক বলেন, ‘করোনায় আক্রান্ত হয়েছি চার-পাঁচ মাস হয়ে গেছে। এতদিনের প্রস্তুতিতে আশা করি ওভারকাম হয়েছে। আমরা টিমের প্রতিটি খেলোয়াড়েরই এখন ফিটনেস লেভেল ভালো।’ বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ। মিরপুরে দ্বিতীয় তথা শেষ টেস্ট ১১ ফেব্রুয়ারি থেকে।

ফেব্রুয়ারি ০৩
০৪:৫৪ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

স্টাফ রিপোর্টার ,রাবি: টুকিটাকি চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিরপরিচিত একটি চত্বর। প্রায় ৩৫ বছর আগে বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি চত্বরে ‘টুকিটাকি’ নামের ছোট্ট একটি দোকান চালু হয়। খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে মুখে টুকিটাকি নামটি ছড়িয়ে পড়ে। দোকানটি ভীষণ জনপ্রিয়তা পায়। ফলে সবার অজান্তেই একসময় লাইব্রেরি চত্বরটির নাম হয়ে যায়

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়ার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই পরীক্ষা ১৯ মার্চ নেয়ার দিন ধার্য করেছে পিএসসি। বুধবার বিকেলে পিএসসিতে এক অনির্ধারিত সভায় যথাসময়ে এই পরীক্ষা নেয়ার মত দেয়া হয়। পরীক্ষা পেছানোর বিষয়ে এ অনির্ধারিত সভায় কোনো আলোচনা হয়নি। ২০১৯ সালের

বিস্তারিত