
স্টাফ রিপোর্টার: পবার নওহাটার বসন্তপুরে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এই নির্বাচনী সভাটি জনসভায় রুপ নেয়।
সোমবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। নওহাটা পৌর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাজাহান আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ কাউছার আলী, রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, কেশরহাট নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান শহীদ, পবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, নওহাটা পৌর যুবলীগ সভাপতি ও নওহাটা পৌর নির্বাচনে নৌকার প্রার্থী হাফিজুর রহমান হাফিজ।
বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত এবং নওহাটা পৌরসভাকে আরো উন্নত করতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে স্থানীয় দুঃস্থ ও শীতার্তদের মাঝে সাড়ে তিন হাজার কম্বল বিতরণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।