স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাশিয়াডাঙ্গার শায়ের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৫৫)। তিনি কাশিয়াডাঙ্গার রায়পাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মিজানুর রহমান ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে চট্টগ্রামগামী সামী পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নগরীতে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু
ফেব্রুয়ারি ০২
০৭:০০
২০২১