গোমস্তাপুর প্রতিনিধি: গোমস্তাপুরে জীবন বীমা কর্পোরেশনের মৃত্য দাবির চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশন রহনপুর ডি এম (ইনচার্জ) মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।
বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম। জীবন বীমা কর্পোরেশন রহনপুর শাখার ডেভলপমেন্ট অফিসার ফরহাদ আলী, গোলাম কবির, নুরুল হক, মাসহুদা খাতুন, কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বাইরুল ইসলাম।
উল্লেখ্য, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগম নগর গ্রামের বীমা গ্রহীতা মোশারফ হোসেন মারা গেলে তার নমিনিকে ১ লাখ ১১ হাজার ৫৫৩ টাকার চেক তুলে দেওয়া হয়।
গোমস্তাপুরে জীবন বীমার মৃত্যুদাবির চেক হস্তান্তর
ফেব্রুয়ারি ০২
০৬:৫৬
২০২১