
স্টাফ রিপোর্টার: পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীকে ফুলের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকালে ঢাকা থেকে মনোনয়ন নিয়ে ফিরলে শাহ মখদুম বিমান বন্দরে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এরপর বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীকে সাথে নিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও নগরীতে শহীদ কামারুজ্জামানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য করেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীসহ নেতৃবৃন্দ।
এসব অনুষ্ঠানে প্রার্থীর সাথে ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আবু সামা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক নজরুল, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, পবা উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর যুবলীগ সভাপতি ও নওহাটা পৌর নির্বাচনে নৌকার প্রার্থী হাফিজুর রহমান, পবা উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নয়ন, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক ফারদিন, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান রাজ সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।