স্টাফ রিপোর্টার: আসন্ন নওহাটা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজ ভোটযুদ্ধে এগিয়ে রয়েছে। এ নির্বাচনে মোট ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও শেষ পর্যন্ত হাফিজই বিজয়ী হবে বলে জানান অধিকাংশ ভোটাররা। গতকাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভোটারদের সাথে কথাবলে জানা গেছে, এবারের নির্বাচনে হাফিজের নৌকা প্রতীকই বিজয়ী হবে। এরপরেই রয়েছে বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব শেখ মো. মকবুল হোসেনের ধানের শীষ।
এবারের পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রদিদ্বন্দিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজ (নৗকা), বিএনপি মনোনিত শেখ মো. মকবুল হোসেন (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল বারী খান। নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী হাফিজ ও ধানের শীষের প্রার্থী মকবুলের মধ্যে মূল প্রতিদ্বন্দিতা হবে।
এদিকে পোষ্টার, লিফলেট নিয়ে প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন পৌরসভার ৩ মেয়র প্রার্থী সহ ১৮ মহিলা কাউন্সিলার ও ৪৮ সাধারণ কাউন্সিলর পদ প্রার্থীরা। অনেকেই পোষ্টার ফেস্টুন ও ব্যানার নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় সাঁটাতে ব্যাস্ত হয়ে পড়েছে, পাশাপাশি পৌরসভার গ্রামে গ্রামে পাড়া মহল্লায় নিজ নিজ প্রার্থীর পক্ষে গণসংযোগে মেতেছেন সমর্থকরা।
এদিকে মেয়র প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত মহিলা কাউন্সিলার ও সাধারণ কাউন্সিলাররাও প্রচারনায় পিছিয়ে নাই। তারা পোস্টার ও লিফলেট নিয়ে তাদের নিজ নিজ ওয়ার্ডে ভোটারদের দ¦ারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
উল্লেখ্য আসন্ন ১৪ ফেব্রুয়ারী নির্বাচনে পৌরসভার মোট ৯টি ওয়ার্ডের ১৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৪৩ হাজার, ৮শ ৪২ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করে এক জন মেয়র, ৩ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার এবং ৯ জন সাধারন ওয়ার্ড কাউন্সিলার নির্বাচন করবেন।
নওহাটা পৌরসভা নির্বাচনে প্রচারে এগিয়ে নৌকার প্রার্থী হাফিজ
ফেব্রুয়ারি ০১
০৫:৩০
২০২১