স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে ৬৫ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান করা হয়। বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের যাতায়াতের সুবিধার্থে এসব বাই সাইকেল বিতরণ করা হয়। রোববার সকালে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে গ্রাম পুলিশদের মাঝে এসব বাই সাইকেল হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, পৌর মেয়র উমা চৌধুরী জলি,জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস।
উপজেলা নির্বাহী ফিসার জাহাঙ্গীর আলম জানান, জেলায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের জন্য জেলা প্রশাসনের অর্থায়নে এসব বাই সাইকেল সংগ্রহ করা হয়েছে। সাড়ে আট লাখ টাকা ব্যয়ে ক্রয়কৃত ৯৯টি বাইসাইকেলের মধ্যে সদর উপজেলার ৬৫ গ্রাম পুলিশের মাঝে রোববার এসব বাইসাইকেল হস্তান্তর করা হয়। অবশিষ্ট বাইসাইকেল অন্য উপজেলায় সরবরাহ করা হয়েছে।
নাটোরে ৬৫ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
ফেব্রুয়ারি ০১
০৫:১৭
২০২১