প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রিয় কমিটির সহসভাপতি ও রাজশাহী জেলা শাখার সভাপতি, শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুল রহমান বাদশার বিরুদ্ধে নাহিদ আক্তার নাহান নামে এক ব্যক্তির মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাকশিস রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
রবিবার বাকশিস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুল রহমান বাদশা একজন সৎ, পরোপকারী ও শিক্ষক বান্ধব মানুষ। এমন মানুষকে নিয়ে বৃহস্পতিবার সাহেব বাজার জিরো পয়েন্টে ‘হড়োগ্রাম কাঁচা বাজার’ নির্মানের দাবিতে বহুমুখী কাঁচা বাজার সমিতির আয়োজনে মানব বন্ধনে নাহিদ আক্তার নাহান অনাকাঙ্খিত বক্তব্য দেন। এ ধরনের বক্তব্যে থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।
শিক্ষক নেতা বাদশার বিরুদ্ধে বক্তব্যে বাকশিসের প্রতিবাদ
Spread the love
ফেব্রুয়ারি ০১
০৫:১৫
২০২১