স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় নগরীর সাহেববাজারস্থ আরডিএ মার্কেটি অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ হারুন-অর-রশিদ।
এজেন্ডাভিত্তিক আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসান। তিনি উপস্থিত সদস্যদের ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীসহ মানুষের কল্যাণে এবং উদ্ভুত নানাবিধ সমস্যার সমাধানকল্পে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের কল্যাণসহ বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিলগ্নে সামাজিক উন্নয়নে আত্মমানবতার সেবায় কাজ করে আসছি। দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা সর্বাগ্রে, তাই এই অঞ্চলের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন সময় নানাবিধ দাবি-দাওয়া করে এসেছি। এরই ধারাবাহিকতায় রাজশাহী তথা এই অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা, উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, জাতীয় বাজেটে সুষম বন্টন এর মাধ্যমে বৈষম্য দুর করে এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাসহ ৩৫ দফা দাবি দাওয়া নিয়ে একটি স্মারক পত্র সরকারের বিভিন্ন মহলে প্রেরণের প্রস্তুতি নিয়েছি। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সদস্য ফরম বিতরণ, মাসিক অনুদান ও ঐক্য পরিষদের খসড়া সংবিধান প্রকাশসহ আগামী ২০ এপ্রিল ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রসঙ্গে নানাবিধ আলোচনা করা হয়। এতে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ১১০টি সদস্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ০১
০৫:১৩
২০২১