চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে একই দিনে চলে গেলেন বিএনপি-আওয়ায়মী লীগের তিন প্রভাবশালী নেতা। এতে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আগামী ১৪ ফেব্রুয়ারি শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯ নং ওয়ার্ডের পদপ্রার্থী সাবেক কাউন্সিলর ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম (৪৮) শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ি রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. রজীঊন)।
এরআগে শুক্রবার সাড়ে ৭ টার দিকে পৌর এলাকার টাউন ক্লাবে ব্যাডমিন্টন খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান চাঁপাইনবাবগঞ্জ সেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন (৪৪)। তিনি মৃত্যুকালে সহধর্মিণী ও ৩ মেয়েকে রেখে গেছেন। শনিবার সকাল ১১ টার সময় মরহুমের জানাযার নামাজ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং মৃধাপাড়া গোরস্তানে দাফন করা হয়।
এছাড়া একইদিন সকালে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান ইন্তেকাল করেন। তার জানাযার নামায শুক্রবার বিকেল ৩ টায় চকদৌলতপুর আমবাজারে অনুষ্ঠিত হয়।
তিন নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিয়াঁ, স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সাংসদ গোলাম রাব্বানী, সাবেক সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, শিবগঞ্জ পৌর মেয়র এআরএম আজরি মোহাম্মদ কারিবুল হক রাজিন, জেলা যুবলদের সভাপতি তাবিউল ইসলাম তারিফ, জেলা মহিলাদলের প্রস্তাবিত কমিটির সাধারন সম্পাদক মাসউদা আফরোজ শুচি, জেলা বিএনপির সদস্য বারিউল ইসলাম বারি, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে চলে গেলেন তিন নেতা
Spread the love
জানুয়ারি ৩১
০৭:৩৫
২০২১