মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক।
এ উপলক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, অধ্যক্ষ আব্দুস সালাম, উপাধ্যক্ষ নুরুল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য কাজেম উদ্দিন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, নহলা কালুপাড়া মাদরাসা সুপার রাজু আহমেদ। শেষে কলেজের নিজস্ব অর্থায়নে মাঠের উত্তর পাশ দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মান্দায় দাসপাড়া কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন
জানুয়ারি ৩১
০৭:২৪
২০২১