গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সদ্য সরকারিকৃত গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন উপাধ্যক্ষ উমরুল হক। জানা যায় গত ১২ অক্টোবর কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান দুর্নীতির মামলায় হুলিয়া জারি হলে তিনি তড়িঘড়ি করে জুনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মজিবুর রহমানকে দায়িত্ব দিয়ে পলায়ন করে।
তারপর ৪৪দিন হাজত বাসের পর আবার কলেজে এসে নিয়মিত ভাবে কলেজ করতে থাকলে কলেজের সভাপতি উপজেলা নিবার্হী অফিসার তাকে দায়িত্বে অব্যহতি দিতে বললে তিনি জানান দুর্নীতির মামলা কোন বিষয় নয়। আমি নিয়মিত ভাবে দায়িত্ব পালন করতে পারবো।
এ বিষয়ে ইউএন ও তাকে ডিজি থেকে লিখিত আনতে বললে তিনি দু দফায় ১৫ দিন সময় ক্ষেপন করে। তারপরও লিখিত আনতে না পাললে উপজেলা নির্বাহী অফিসার তাকে সাময়িক বহিস্কার করে, উপাধ্যক্ষ উমরুল হককে দায়িত্ব গ্রহন করার কথা বললে, বাধ সাধেন অধ্যক্ষ আব্দুর রহমান। তার প্রেক্ষিতে ইউএনও ডিজির নিকট পত্র প্রেরন করে। এরই প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারী উপাধ্যক্ষ উপমরুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রদান করে।
উপাধ্যক্ষ উমরুল হক শনিবার সকাল সাড়ে ১০টার সময় তার দায়িত্ব ভার গ্রহন করে। এ সময় শিক্ষক কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উমরুল হক গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ নিযুক্ত
Spread the love
জানুয়ারি ৩১
০৭:২২
২০২১