স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ৮নং ওয়ার্ডের কাজিহাটা এলাকার একটি রাস্তার জায়গা দখলে নিতে সম্প্রতি কার্পেটিং হওয়া রাস্তা কেটে কার্পেটিং তুলে ফেলেন ১১তলা বিশিষ্ট শুভেচ্ছা ভিউ ভবনের মালিক আনিসুর রহমান খসরু। এ ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান এলাকাবাসী।
খবর পেয়ে শুক্রবার দুপুরে সেখানে ছুটে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় এলাকাবাসীর সমস্যা কথা শোনেন এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রাসিক মেয়র বলেন, ‘ভবন মালিক এভাবে রাস্তার কার্পেটিং তুলে ফেলে জায়গা দখলে নিতে পারেন না। রাস্তাটি প্রশস্তই থাকবে। শিগগিরই ক্ষতিগ্রস্থ রাস্তাটির কার্পেটিং করা হবে।’ মেয়রের ঘোষণা শুনে আনন্দিত ও উচ্ছ্বসিত হন এলাকাবাসী।
এ সময় রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, কার্যনির্বাহী সদস্য জানে আলম খান জনি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, ৮নং ওয়ার্ডের কাজিহাটা এলাকায় ১১তলা বিশিষ্ট শুভেচ্ছা ভিউ ভবনের পাশে প্রায় ১২ ফুট প্রশস্ত রাস্তা আছে। রাস্তা কাজিহাটা এলাকার প্রায় ৩০০ পরিবারের মানুষে যাতায়াত করেন। সম্প্রতি রাস্তাটিংর কার্পেটিং কাজ করে রাজশাহী সিটি কর্পোরেশন। রাস্তায় নিজের জায়গা রয়েছে দাবি করে আনিসুর রহমান খসরু তার লোকজন দিয়ে তিন ফুট প্রশস্ত রাস্তা কেটে কার্পেটিং তুলে ফেলেন। এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী। এরপরিপ্রেক্ষিতে মেয়র মহোদয়ের হস্তক্ষেপে রাস্তার সমস্যা সমাধান হয়।
রাজশাহী নগরীতে একটি সড়ক নিয়ে জটিলতার অবসান ঘটালেন মেয়র লিটন
জানুয়ারি ৩০
০৫:৫৮
২০২১