স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ নং সোনাডাঙ্গা ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোনাডাঙ্গা মহিলা লীগকে শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সংগঠনে কাজ করে যাচ্ছে।
শুক্রবার সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলন উপরক্ষে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি জহুরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক রশিদা বিবির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সোনাডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, সোনাডাঙ্গা ইউনিয়ন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সবিতা রানী, ওয়ার্ড সভাপতি মমতা বিবি প্রমুখ। এ সময় ইউনিয়ন আ’লীগ এবং মহিলা লীগে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে জহুরা বেগমকে সভাপতি এবং সবিতা রানীকে সাধারণ সম্পাদক এবং রশিদা বিবিকে সহ-সভাপতি করে সোনাডাঙ্গা ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন।
বাগমারার সোনাডাঙ্গায় মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
Spread the love
জানুয়ারি ৩০
০৫:৪৯
২০২১