স্টাফ রিপোর্টার: নগরীতে পূর্ব শত্রুতার জেরধরে মারপিটের অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর নিউমার্কেট এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে আরএমপি বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, নিউমার্কেট এলাকার রংধনু প্রেসে কাজ করে পঞ্চবটি সেখের চক এলাকার হাবিবুর রহমান নান্নুর ছেলে আলিফ সেখ। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ষষ্টিতলা জেলাপাড়ার মৃত মুছা আলীর ছেলে তুষার (৩০), দেলোয়ারের ছেলে মাসুদ (২৯), বাবলু হালদারের ছেলে বাবন (২৩), সুলতানাবাদের রমজান (২৪) দেশিয় লাঠিসোটা নিয়ে কাজে থাকা অবস্থায় আলিফ সেখের ওপর হামলা করে। তারা মারপিটের পাশাপাশি আলিফের গলায় থাকা একটি চেইন ও পকেটে থাকা স্যামসং এ-২০ মোবাইল সেট ছিনিয়ে নেয়। স্থানীয়রা আলিফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে আলিফের ভাই রাহুল সেখ বাদি হয়ে বোয়ালিয়া থানায় অভিযোগ করেছে।
নগরীতে যুবককে মারপিটের অভিযোগ
জানুয়ারি ৩০
০৫:৪৪
২০২১