স্টাফ রিপোর্টার : সদ্য বিদায়ী রাজশাহী বিভাগীয় কমিশনার ও নতুন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় হুয়ায়ুন কবীর খন্দকারের সরকারি বাসভবনে ফুল নিয়ে উপস্থিত হন মেয়র আব্বাস আলী। এসময় পদন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেয়র। এরপর উভয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
মতবিনিময়কালে পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে কাটাখালীর ভূয়সী প্রশংসা করেন নির্বাচন কমিশনের নতুন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। একই সাথে তিনি মেয়রকে আগামীতেও একই ভাবে প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাবার জন্য অনুপ্রেরণা জোগান। এ সময় মেয়র আব্বাস আলী করোনাকালীন সময়ে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে হুমায়ুন কবীর খোন্দকারের বিভিন্ন পদক্ষেপ ও ভূমিকার প্রশংসা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মেয়র আব্বাসের সাথে বিদায়ী বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাত
জানুয়ারি ৩০
০৫:৩৬
২০২১