স্টাফ রিপোর্টার: আসন্ন ১৪ ফেব্রুয়ারী নওহাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে নওহাটা পৌর আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইউনুছ আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাননানের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি (পবা-মোহনপুর) আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, সহ-সম্পাদক দিদার হোসেন ভুলু, নওহাটা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক এ্যাডঃ নাসরিন আক্তার মিতা।
উপস্থিত ছিলেন রাজাশাহী জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক শামশুজ্জামান খান, পবা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ, সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, পবা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নারিফা খাতুন, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু, আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজ প্রমূখ।
সভায় বক্তারা আসন্ন ১৪ ফেব্রুয়ারী নওহাটা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধান মন্ত্রি শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালা করা ও নওহাটা পৌরসভাকে বাংলাদেশের একটি মডেল পৌরসভা হিসেবে উন্নত করার আহবান জানানো হয়।
নওহাটা পৌর নির্বাচন উপলক্ষে পৌর-আওয়ামী লীগের কর্মীসভা
Spread the love
জানুয়ারি ২৭
০৬:০৬
২০২১