স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ফেব্রুয়ারী রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার নওহাটা বাজারের নির্বাচনী অফিসে বিএনপি নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক ও বর্তমান মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন, পৌরসভা নির্বাচনী আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওহাব, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন, সদস্য আব্দুল বারী, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আতর আলী, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাজমুল হক, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শরিফুর রহমান শরিফ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলম মাস্টার ও জেলা যুবদলের সহ-সভাপতি সুলতান আহম্মেদ।
এছাড়াও জেলা যুবদলের সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, যুবনেতা মিলন ও শামীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা বেগম ও সাংগঠনিক সম্পাদক রন্তা বেগম ও পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন। সভা সঞ্চালনায় ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ রানা উজ্জল।
নওহাটা পৌর নির্বাচন নিয়ে বিএনপি’র মতবিনিময় সভা
জানুয়ারি ২৭
০৬:০৫
২০২১