স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ শফিকুল ইসলাম (৩৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামের মনতাজ আলীর ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শসানঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী শফিকুল ইসলামকে দুটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ৪টি, ও ১১ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শফিকুলকে গ্রেপ্তার করে।
শিবগঞ্জে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার ১
Spread the love
জানুয়ারি ২৭
০৫:৫৯
২০২১