স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে ২৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামের সালামের ছেলে আফজাল হোসেন বাহাদুর (২২) ও একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩০)। রোববার দুপুর ২টার দিকে উপজেলার রাওথা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এসএম ফজলুল হক এর নেতৃত্বে রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম ও আফজালকে গ্রেপ্তার করে। এ সময় মাদক বিক্রির ১৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা বিক্রির জন্য ফেন্সিডিলগুলো নিজের হেফাজতে রেখেছিল বলে জানিয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Spread the love
জানুয়ারি ২৬
০৭:২৯
২০২১