স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মিম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিম উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী এলাকার রতন আলীর মেয়ে। সোমবার বিকালে উপজেলার কালুহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, নিহত মিম তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার বিকালে শিশু মিম রাস্তা পারাপারের সময় নন্দনগাছী থেকে আড়ানীমুখি হলুদ বোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যানের চাকার তলে পড়ে আহত হয়।
স্থানীয়রা শিশুকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশুর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চারঘাটে নানার বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ হারালো শিশু
জানুয়ারি ২৬
০৭:২৭
২০২১