স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আগামী ২৮ ফেব্রুয়ারী পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্বাচন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।
যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পবা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ফসিউর রহমান ভাদু, গোলাম মোস্তফা, বেগম সুফিয়া হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, হরিপুর ইউপির চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, হুজুরীপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, হরিয়ান ইউপির চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
আরো বক্তব্য রাখেন হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ ইয়াছিন আলী সাধারণ সম্পাদক জেবর আলী, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব আলী সাধারণ সম্পাদক নবীবুর রহমান, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান বাদল সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক সামশুল আলম, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান রাজ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক।
সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক তাদের বক্তব্যে উপজেলা পরিষদের উপজেলা নির্বাচনে একক প্রার্থী হিসেবে পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীকে প্রস্তাব করেন। প্রেক্ষিতে দলীয় প্রার্থীতা পেতে সম্ভাব্য প্রার্থীরা তাদের আবেদন প্রত্যাহার করে নেন। পাশাপাশি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত কেন্দ্রে একক প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর নাম পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
পবায় উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থী ইয়াসিন আলী
জানুয়ারি ২৬
০৭:২১
২০২১