রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষে অন্তত চারজন আহত হয়েছে। এ ঘটনায় রাণীনগর থানায় ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার কাশিমপুর ডাঙ্গা পাড়া গ্রামে।
মামলার বাদী রিনা বিবি জানান, তার বাবা আব্দুর রহমানের সাথে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে আব্দুস ছাত্তার ওরফে সাজ্জাদ হোসেন (৫৫) এর জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার দুপুরে বাবা আব্দুর রহমান এলাকার কুজাইল বাজার থেকে বাড়ী ফেরার সময় ছাত্তারের বাড়ীর নিকট আসলে ছাত্তার ও তার ভারাটিয়া লোকজন হামলা চালায়। হামলায় তার বাবা আব্দুর রহমান (৫৫), চাচা বেলাল হোসেন (৪৫), প্রতিবেশি আব্দুল লতিফ (৩৫) ও সাহেদা বিবি (৩৬) আহত হয়। আহতদের মধ্যে আব্দুর রহমানকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর তিনজনকে নওগাঁ একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রিনা বিবি বাদী হয়ে রবিবার রাতে ৯ জনকে এজাহার নামীয় ও আরো ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
রাণীনগর থানাপুলিশ কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের রিয়াজের ছেলে আব্দুস ছাত্তার ওরফে সাজ্জাদ হোসেন (৫৫), তার ছেলে হামিদুল হক (২৪), এলাকার চকাদীন গ্রামের বেলাল সরদারের ছেলে মাসুম (২৬) এবং উত্তর রাজাপুর গ্রামের বিপ্লব হোসেনের ছেলে শান্ত (২৪) ও টুটুল মোল্লার ছেলে নাইম মোল্লা (২৫) কে গ্রেফতার করেছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, মারপিটের ঘটনায় এজাহার নামীয় ৫ জনকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রাণীনগরে জমি নিয়ে সংর্ঘষে চারজন আহত, গ্রেফতার ৫
জানুয়ারি ২৬
০৭:১৯
২০২১