স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছেন কলেজের সহশিক্ষা সংগঠন বিসিএস প্রিপারেশন ক্লাবের সদস্যরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের কলা ভবনের ১০৫ নম্বর কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি হাসিবুল হাসান আপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, বাংলা বিভাগের প্রভাষক ইমরান হুসাইন ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক পারভেজ রানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাম পরাগ। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন ক্লাবের সহ-সভাপতি মাহফুজ ফারিহা। পরে সংগঠনের পক্ষ থেকে অধ্যক্ষের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
রাজশাহী কলেজ অধ্যক্ষকে বিসিএস ক্লাবের বিদায় সংবর্ধনা
জানুয়ারি ২৬
০৭:১০
২০২১