স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অর্জন ও সফলতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় নগরীর এক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজশাহী বার সমিতির বিজ্ঞ আইনজীবী ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. একরামুল হক, মুক্তিযোদ্ধা এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাড. মতিউর রহমান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এ্যাড. মকবুল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক এ্যাডভোকেট এজাজুল হক মানু। এ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা।
সভা সঞ্চালনা করেন এড. নাসিরা আখতার মিতা। সভায় বক্তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
জানুয়ারি ২৬
০৭:১০
২০২১