বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর-১ তানোর-গোদাগাড়ীর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেছেন, স্থানীয় সরকারের নির্বাচন শুরু হয়েছে দেশব্যাপী। তাই এখন সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে একযোগে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয় একথা মনে রাখতে হবে।
রবিবার বিকালে তানোর উপজেলার দুবইল স্কুল মাঠে পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর-১ তানোর-গোদাগাড়ীর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন।
ফারুক চৌধুরী মুন্ডুমালা পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীকে উদ্দেশ্য করে আরো বলেন, এতদিন আওয়ামী লীগের খেয়ে আজ তারা আওয়ামী লীগের শরিরে থু থু ছিটাচ্ছে। এরা বেইমানের দল। এদের কোনদিন ক্ষমা করবেনা জনগণ।
বর্ধিত সভায় পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনেরর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর, সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান ও সভা নেত্রী সোনিয়া সরদারসহ মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নৌকার বিজয়ে বিভেদ ভুলে কাজ করতে হবে : ফারুক চৌধুরীর
জানুয়ারি ২৫
০৫:৪৭
২০২১