সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর নির্বাচনে রবিবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌসের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সিংড়া বণিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সৈকত।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত জান্নাতুল ফেরদৌস ও বিএনপির তাইজুল ইসলাম। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্বাচনী এলাকা হওয়ায় প্রশাসনসহ সব মহলের দৃষ্টি এ পৌরসভার দিকে।
সিংড়ায় আ’লীগের মেয়র প্রার্থীর ১৭ দফা ইশতেহার
জানুয়ারি ২৫
০৫:৪১
২০২১