চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী নারী সংগঠন ‘ওয়েল ফেয়ার ক্লাব’ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের হলরুমে ওয়েল ফেয়ার ক্লাবের আহ্বায়ক সেলিনা বিশ্বাসের সভাপতিত্বে পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। ‘জনকল্যাণে আমরা’ এ স্লোগানকে সামনে নিয়ে জেলার নারী সমাজকে নিয়ে জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ওয়েল ফেয়ার ক্লাব।
পরিচিতি সভায় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের আহ্বায়ক সেলিনা বিশ্বাস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, নাজনীন হাসান, রোজিনা বেগম, নাদিরা আক্তার রিভা, ইউনাইটেড স্কুলের সমন্বয়কারী নাহিদা আক্তার দীপা, বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শেফালী খাতুন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে নির্মিত গৃহসমূহের উদ্বোধন অনুষ্ঠান শেষ করে তিনি পুনরায় ধাইনগর ইউনিয়নে গিয়ে পুরো ইউনিয়নে মটর সাইকেল শোডাউন করেন। এসময় তার সাথে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ওয়েল ফেয়ার ক্লাবের উদ্বোধন
জানুয়ারি ২৫
০৫:৩৭
২০২১