বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় বাবা-মা হারানো শিশুকন্যা উম্মে হাবিবাকে (৮) বনপাড়া পৌরসভার পক্ষ থেকে অর্থ-সহায়তা দেয়া হয়েছে। পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে তার পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন।
পৌর মিলনায়তনে চেক বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব আব্দুল হাই, সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং শিশু হাবিবাসহ তার চাচা মাওলানা শাহাদৎ হোসেন।
গত বছর ১৫ জুন বনপাড়া পৌরসভার গুনাইহাটি জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল ওয়াব ও তার স্ত্রী স্বর্ণা বেগম একমাত্র শিশুকন্যা হাবিবাকে নিয়ে ভ্যানযোগে বনপাড়া বাইপাস থেকে কর্মস্থলে ফেরার পথে বনপাড়া বাজার ব্রীজের কাছে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তার বাবা-মায়ের মৃত্যু হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শিশুকে সহায়তা
জানুয়ারি ২৫
০৫:৩৫
২০২১