সানশাইন ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে বাণিজ্যিক এলাকায় জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার বাগদাদের কেন্দ্রস্থলে তায়ারান চত্বরে ওই হামলায় অন্তত ৩২ জন নিহত ও ১১০ জন আহত হয়।
আইএসের আমাক সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল শিয়া মুসলিমরা। ২০১৮ সালের জানুয়ারির পর এটিই বাগদাদে সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলার ঘটনা। বাব আল-শারকির একটি কাপড়ের বাজারে দুই হামলাকারী নিজেদের উড়িয়ে দেয়।
বিবিসি জানায়, হামলার কয়েক ঘণ্টা পর মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এর দায় স্বীকার করে আইএস। ২০১৭ সালে আইএস এর পরাজয়ের পর থেকে বাগদাদে আত্মঘাতী হামলা খুবই বিরল। গোষ্ঠীটি এক সময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত ৮৮ হাজার বর্গ কিলোমিটার জায়গা নিয়ন্ত্রণ করত এবং সেখানকার অধিবাসীদের ওপর নির্মম শাসন চালাত।
আইএস যুদ্ধে হেরে যাওয়ার পরও ১০ হাজারের বেশি যোদ্ধা ইরাক ও সিরিয়ায় সক্রিয় রয়েছে বলে অগাস্টে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। আইএস এর ‘স্লিপার সেল’ গুলোই এখন মূলত গ্রামাঞ্চলে স্বল্প-পরিসরে তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা বাহিনীকে তাদের হামলার নিশানা করছে।
বাগদাদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করল আইএস
Spread the love
জানুয়ারি ২৩
০৬:৪৫
২০২১